প্রকাশ: ২০২০-১২-২৯ ০৯:৪৫:১৮ || আপডেট: ২০২০-১২-২৯ ০৯:৪৫:১৮
ক্রীড়া প্রতিবেদক:
জানুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা। এ সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাবে লঙ্কানরা। এপ্রিলে তারা চায় বাংলাদেশকে আতিথেয়তা দিতে। তিন টেস্ট নয়, দুই টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট। এরই মধ্যে দ্বীপরাষ্ট্র থেকে এসেছে আনুষ্ঠানিক প্রস্তাব।
সোমবার এমন খবরই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। বিসিবি সফর নিয়ে ইতিবাচক বলে বোর্ডের এই কর্মকর্তা জানালেন। দুই বোর্ডের লক্ষ্য গেলো অক্টোবরে স্থগিত হওয়া সিরিজটি নতুন বছরের এপ্রিলে আয়োজন করতে।
নিজামউদ্দীন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হচ্ছে আমাদের। আসলে সফরের বিষয়ে তাদের কাছ থেকে একটি প্রস্তাব এসেছে। এর আগে যখন আলোচনা হয়েছিল তখন বলেছিলাম, আমাদের অঙ্গীকার ছিল যে আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো এবং এফটিপিতে যখন ফাঁকা পাওয়া যাবে তখনই আমরা খেলবো।’
এপ্রিলে সেই সময়টা পাওয়া যাবে মনে করেন তিনি, ‘এই মুহূর্তে এপ্রিলে চোখ রেখে ভাবা হচ্ছে। এই সময়ে শ্রীলঙ্কা ও আমাদের ফাঁকা স্লট আছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অন্তত দুইটি টেস্ট তো হবেই। বাকিটা সময়ের ওপর নির্ভর করছে। সেভাবেই দুই বোর্ডের আলোচনা হচ্ছে।’
গত সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু দ্বীপরাষ্ট্রের কোয়ারেন্টাইন নীতিতে বাংলাদেশ সন্তুষ্ট না হওয়ায় সফর স্থগিত হয়। আগামী বছর স্থগিত হওয়া সফর আয়োজন করতে মুখিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জানুয়ারিতে দুই টেস্ট খেলবে টাইগাররা, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে। এর বাইরে করোনার কারণে যেসব টেস্ট ম্যাচ হাতছাড়া হয়েছে সেগুলো আয়োজন করার সম্ভাবনা খুবই কম।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য বছরের শুরুতেই ক্যাম্প চালুর কথা জানিয়েছেন প্রধান নির্বাহী। নতুন বছরের শুরুতেই জাতীয় দলের কোচিং স্টাফরা দেশে ফিরবেন। ৭ বা ৮ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ক্যাম্প। জৈব সুরক্ষা বলয়ে নিয়ে ক্রিকেটারদের ক্যাম্প করাবে বিসিবি।